নিখোঁজের ১২ দিন পর এমসি কলেজের শিক্ষার্থীর সন্ধান

সাজ্জাদ আহমদনিখোঁজ হওয়ার ১২ দিন পর সন্ধান মিলেছে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ আহমদের (২৪)। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাজ্জাদের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সিলেট নিয়ে আসা হয়।

সাজ্জাদের ভাই সুজায়েদ মিয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য পেয়েই তারা ঢাকায় যান। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

সাজ্জাদ সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ের মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)  কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন সাজ্জাদ। এ ঘটনায় তার ভাই সুজায়েদ মিয়া সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেন। এরপর সাজ্জাদকে উদ্ধারের জন্য তৎপর হয় র‌্যাব-৯ ও পুলিশ।

এদিকে, সাজ্জাদ নিখোঁজ হওয়ার আগের দিন সন্ধ্যায় টিলাগড় এলাকা থেকেই নিখোঁজ হন ইমাদ উদ্দিন (২৪)। নিখোঁজের প্রায় ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ইমাদ উদ্দিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শমসের নগরের সারাংপুর গ্রামের রফিক মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘জেনেছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নিখোঁজ হওয়া এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদকে সিলেটে নিয়ে আসছে তার পরিবার। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, সে কিভাবে নিখোঁজ হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ইমাদ উদ্দিন (২৪) নামে  আরেক যুবকের সন্ধান পাওয়ার জন্য পুলিশ ও র‌্যাব কাজ করে যাচ্ছে।’