শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (প্রথম বর্ষের প্রথম সেমিস্টার) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই ফল প্রকাশ করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক। দ্রুত ভর্তির তারিখ ঘোষণা করে মেধা তালিকা থেকে ভর্তি করানো হবে বলেও জানান তিনি।

ভর্তি কমিটির সভাপতি জানান, ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে। ফল জানতে যেকোনও মোবাইল অপারেটর থেকে SUST RESULT Admission Roll No লিখে 16242 নাম্বারে এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.sust.edu) থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন 'ই' এর সামনে ফল টানিয়ে দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ২৮টি বিভাগে 'এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ২৮ হাজার ৮৫০ জন এবং ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৩৩০ জন শিক্ষার্থী আবেদন করে। এছাড়া ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে মোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় ২৮, প্রতিবন্ধী কোটায় ১৪, চা শ্রমিক কোটায় ৪, বিকেএসপি কোটায় ৬ ও পোষ্য কোটায় ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।

গত শনিবার (১৩ অক্টোবর) প্রথম বর্ষ ২০১৮-১৯ সেশনের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় এবং 'বি' ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়।