লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বেইলি ব্রিজ ভেঙে সব ধরনের যান বন্ধ

লাউয়াছড়ায় বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া সড়কের জানকিছড়া নামক স্থানে আবারও বেইলি ব্রিজ ভেঙে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাতে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক ওই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পাটাতন সরে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে কোনও যান চলাচল করতে পারছে না। এর ফলে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে চলাচলরত সব ধরণের যানবাহন ব্রিজের দু-পাশে আটকা পরেছে। এ কারণে লাউয়াছড়া উদ্যানে আসা শত শত পর্যটক চরম ভোগান্তিতে পড়েছে।

লাউয়াছড়া ট্যুর গাইড সাজু মাচিয়াং বাংলা ট্রিবিউনকে বলেন,‘বুধবার রাত সাড়ে ১২টার দিকে বেইলি ব্রিজে একটি ট্রাক আটকা পড়ে।’

তিনি বলেন,‘বেইলি ব্রিজের কাজ সম্পন্ন করতে সন্ধ্যা হয়ে যাবে।’

বেইলি ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে,সমস্যা সমাধানে তারা দ্রুত কাজ করছে, আশা করা যায় সন্ধ্যার দিকে ব্রিজটি মেরামত করে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে৷

এ ব্যাপারে শ্রীমঙ্গল সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল বলেন, ‘খবর পেয়ে আমারা সেখানে মিস্ত্রীদের পাঠিয়েছি। তারা কাজ করছে। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি।’