শাবিতে গাঁজাসহ ৫ বহিরাগত আটক






শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ ৫ জন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকৃত বহিরাগতরা হলেন, সোয়াব আলী, মিলন মিয়া, মইনুল মিয়া, সালেহ আহমেদ ও পল্লাল আহমেদ। শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এসময় নগরীর টিলারগাও এলাকার গাঁজা বিক্রেতা সোয়াব আলীকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করে প্রক্টরিয়াল বডি।’ 

তিনি আরও জানান, সোয়াব আলী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে কৌশলে গাঁজা বিক্রি করছিলেন। তিনি এই চক্রের মূল হোতা। নগরীর টিলারগাও এর বড়গুল এলাকার তিতাসা মাজারে তিনি গাঁজা বিক্রি করে থাকেন। এসময় তার কাছ থেকে মোট ৩২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। যার একেকটি গড়ে ২৫ গ্রামের মতো। 

পরে এর সূত্র ধরে যুগিপাড়া এলাকার মিলন মিয়া, শাবি ক্যাম্পাসের টঙ দোকানের কর্মচারী মইনুল মিয়া, নাজিরগাও এলাকার সালেহ আহমেদ ও পল্লাল আহমেদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গাঁজা বিক্রেতা সোয়াব আলীর কাছে থেকে গাঁজা কিনতে আসা এবং সেবনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে প্রক্টরিয়াল বডি।