দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে বাড়ছে শীতের হাওয়ামৌলভীবাজারে শীতের হাওয়া বইতে শুরু করেছে। দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান শ্রীমঙ্গলে কয়েক দিন ধরেই অনুভূত হচ্ছে তীব্র শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত  মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ও তেতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড হয়েছে বলে ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মো. আরিফ হোসেন বলেন, ‘এর আগের দিন বুধবার শ্রীমঙ্গলে ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।’শ্রীমঙ্গলে বাড়তে শীত

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।  

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেহেতু শ্রীমঙ্গলে শীত বেশি পড়ে সেখানে আমাদের প্রস্তুতি থাকে সবসময়। দুঃস্থ মানুষদের সহায়তায় আমরা প্রস্তুত। আমাদের শীতবস্ত্র, কম্বল শিগগিরই গরিব-ছিন্নমূল মানুষের মধ্যে শিগগিরই বিতরণ করা হবে।’