মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ২০

গ্রেফতার

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ১৫ নেতাকর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোর রাতে থেকে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা অভিযান চালিয়ে পুলিশের তাদের গ্রেফতার করে।

তবে জেলা পুলিশের পক্ষে থেকে বলা হয়েছে বলা হয়েছে, জেলার ৭টি থানার পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করেছে।

মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমের দায়িত্বে নিয়োজিত সহকারী উপ-পরিদর্শক মো.শফিউল আলম সোমবার সন্ধ্যা রাতে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে তাদের নাম প্রকাশ করা না হলেও গ্রেফতারকৃতদের আত্মীয়স্বজনদের কাছ থেকে ১৩ জনের নাম জানা গেছে। বাকি ৭ জনের নাম জানা যায়নি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলার রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার মডেল থানায় শিবিরের সাবেক সভাপতি আহমেদ ফারুক (৪০), জেলা জামায়াতের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন (৫০), জেলা শিবিরের সদস্য মো. মাহমুদুর রহমান (২৬), জেলা জামায়াতের সদস্য আব্দুল করিম (৩৫),শিবির সদস্য মনির আহম্মদ (২২), কুলাউড়া থানায় সাজ্জাদ আহম্মদ শাকিল (২০),জামিলুর রহমান (২২),আসাদ আহম্মদ (২৭), ছাত্র শিবির সদস্য পারভেজ আহমদ (২৫) ছাত্র শিবির সদস্য জনি মিয়া (২৭), জুড়ী থানায় সাগরনাল ইউনিয়নের জামায়াতের সভাপতি মুকিত মিয়া (৪০) ও জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের জামায়াতের সভাপতি মো.ফরিদ মিয়া (৪৫) ও রাজনগর উপজেলার জামায়াতের টেংরা ইউনিয়নের সভাপতি মর্তুজ আলী (৪৫)।