সিলেটে জনসভা করবে না ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্টসিলেটে বুধবার (১২ ডিসেম্বর) হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হবে। তবে আজ ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার সব ধরনের প্রস্তুতি ছিল। তবে ওই স্থানে বুধবার কোনও জনসভা হবে না।

তিনি বলেন, জনসভা হবে না। তবে সিলেট থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু হবে। এই প্রচারণার নেতৃত্ব দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন নেতারা।

জানা যায়, বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার মধ্যে ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসবেন। এরপর তারা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।