চার পাখি শিকারির কারাদণ্ড

 

সুনামগঞ্জসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চার পাখি শিকারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার এই আদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- আজিম, সফিক মিয়া, জেনারেল, ও ইয়ামিন। তাদের বাড়ি তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ‘পাখি শিকারিদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের কাছ থেকে ১৮টি পরিযায়ী পাখি জব্দ করা হয়। জীবিত পাখিগুলো তাহিরপুর উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।’

অভিযানকালে তাহিরপুর থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।