হবিগঞ্জে টেঁটা যুদ্ধে আহত ২০

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ একজনগ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পেটে টেঁটাবিদ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জেলার বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র রিপন মিয়ার সঙ্গে একই এলাকার হিরা মিয়া মাস্টারের গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও রয়েছে।

শনিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সুলতান আহমেদ (২০), মোতাব্বির হোসেন (৪৫), রিপন মিয়া (৩২)সহ ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পেটে টেঁটাবিদ্ধ অবস্থায় রিপন মিয়াকে সিলেট প্রেরণ করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘সংঘর্ষের পর পাঁচ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’