গভীর রাতে ভূমিকম্পে কাঁপলো সিলেট

ভূমিকম্পসিলেটে সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৫।

এই ভূমিকম্প শুধু সিলেট অঞ্চলেই অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সিলেট অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি জানান, ভূমিকম্পটি শুধু সিলেটে হয়েছে। এতে কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অভ্যন্তরে।

এদিকে ভূমিকম্পের কারণে গভীর রাতে সিলেট নগরীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের বাসিন্দারা নিজেদের আতঙ্কের কথা জানান।