নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা বনমন্ত্রীর

মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে (ছবি– প্রতিনিধি)

নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘দুর্নীতিরোধে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই লক্ষ্যে আমি আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করবো। ইতোমধ্যে কাজও শুরু করেছি। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে আমি সব ব্যবস্থা নেবো। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তাকে দেওয়া গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে যত ভাল কাজ করা যায়, সব করবো।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে মহান দায়িত্বভার অর্পণ করেছেন, আমি তা সুচারুরূপে পালনের মধ্যদিয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন।’

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের শীর্ষনেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।