নিহত শাহাব উদ্দিন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার বাসিন্দা। ব্যবসার সুবাধে তিনি মদিনা মার্কেট এলাকার হাবিব মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, টাকার লেনদেন নিয়ে তারই পরিচিত কেউ তাকে মাথায় বাটখারা দিয়ে আঘাত করে হত্যা করেছে। যারা হত্যা করেছে তারা একই কক্ষে অবস্থান করছিল বলে পুলিশ স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বাটখারা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।