এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিক আহত

টিলাগড়ে সংঘর্ষের একটি মুহূর্ত আধিপত্যের জের ধরে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছবি তুলতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, এমসি কলেজে মোহনা বসন্ত উৎসবস্থলে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কয়েকজন বসতে যায়। এসময় এমসি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ব বিরোধ থাকায় তাদের বসতে না দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলীসহ চার ফটো সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুষ্ঠানস্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শুনেছি ছবি তুলতে গিয়ে কয়েকজন ফটোসাংবাদিক আহত হয়েছেন। এমসি কলেজসহ আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে পুরো বিষয়টি নিয়ে পুলিশের একটি দল কাজ করে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এ ঘটনার সঙ্গে কারা জড়িত। ’
এদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ইউসুফ আলী ও মিঠু দাস জয়ের ওপর হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে বসার কথা রয়েছে নেতাদের।