মৌলভীবাজারে দুইটিতে আ.লীগ, চারটিতে বিদ্রোহীরা চেয়ারম্যান

উপজেলা পরিষদ নির্বাচনমৌলভীবাজার জেলার সাত উপজেলার দুইটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সদর উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হন। 

সোমবার (১৮ মার্চ) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।

রাজনগর উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান খান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩৭৬ ভোট। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩১২ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আছকির খান পেয়েছেন ১০ হাজার ৬০৩ ভোট পান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান।

কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমান আনারস প্রর্তীকে ৫৪ হাজার ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ.স.ম কামরুল ইসলাম। তিনি পেয়েছেন ২৪ হাজার ১৬৯ ভোট।

কমলগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক রফিকুর রহমান নৌকা প্রতীকে ৪৯ হাজার ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমতিয়াজ আহমদ বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৫০ ভোট।

শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব নৌকা প্রতীকে ৫১ হাজার ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মো. আফজল  হক। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৩৮ ভোট।

জুড়ী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ মোঈদ ফারুক আনারস প্রতীকে ২৫০০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত গুলশান আরা মিলি। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৪৬ ভোট।

বড়লেখা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের সোয়েব আহমদ ৪৩ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর। তিনি পেয়েছেন ২০ হাজার ৫৭৩ ভোট।