গাড়িচাপা দিয়ে যেভাবে হত্যা করা হয় ওয়াসিমকে

সিকৃবি শিক্ষার্থী ওয়াসিমবন্ধুদের সঙ্গে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে চাকার নিচে প্রাণ হারান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম। শনিবার (২৩ মার্চ) বিকাল পাঁচটায় মৌলভীবাজারের শেরপুর বিশ্বরোডে এ ঘটনা ঘটে। ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ায় হেলপার ধাক্কা দিয়ে ওয়াসিমকে ফেলে দেয় বলে জানান বন্ধু নয়ন শুভ।
শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকালে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে উদয় পরিবহনে উঠি ওয়াসিমসহ আমরা ১১ জন বন্ধু। ওয়াসিম ও আমি ছাড়া অন্য বন্ধুরা হলো- আনন্দ, নাইম, সীমান্ত দত্ত, রাকিব হোসাইন, কিশোর টিকাদার, তরিকুল ইসলাম, সোহান, অনির্বাণ চাকমা ও নাফিস রায়হান।’
শুভ আরও বলেন, ‘আমরা বাসে ওঠার পর হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্ক হয়। আমাদের দাবি ছিল, ৬০০ টাকা ভাড়া দেবো, কিন্তু হেলপার বাড়তি টাকা চেয়েছিলেন। একপর্যায়ে বনিবনা না হওয়ায় আমরা বাস থেকে নেমে যাই। কিন্তু দু’জন রয়ে যায়। তারা হলো ওয়াসিম ও রাকিব। ড্রাইভার ওই দু’জনকে নিয়েই বাস ছেড়ে দেয়। পরে রাকিব জানালা দিয়ে লাফিয়ে পড়ে। অন্যদিকে ওয়াসিম চিৎকার করলে হেলপার দরজা খুলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার পায়ে ও কোমরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় উদয় পরিবহনের সেই বাসটি। এতে ঘটনাস্থলেই ওয়াসিম মারা যায়।
শুভ আরও বলেন, ‘একটি প্রাইভেটকারে করে ওয়াসিম ও রাকিবকে হাসপাতালে নেওয়া হয়। ওয়াসিম হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। আর রাকিব বাস থেকে লাফিয়ে পড়ে হাতে ব্যথা পায়। সে হাসপাতালে চিকিৎসাধীন। 
ওয়াসিমের বন্ধু বলেন, ‘সিলেট যাওয়ার পথেই কিছু দূরে দেখতে পাই বাসটি খালি পড়ে আছে। বাসের ড্রাইভার, হেলপার কাউকেই আসেপাশে দেখা যায়নি। এমনকি যাত্রীরাও আশেপাশে ছিলেন না। সবাই পালিয়েছেন।’
আরও পড়ুন: 

সেই হেলপার আটক

ওয়াসিম হত্যার বিচারের দাবিতে সিলেটে আন্দোলন চলছে (ভিডিও)

সিলেটে সিকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এবার হেলপারের ধাক্কায় চাকার নিচে প্রাণ গেলো সিকৃবি শিক্ষার্থীর