৩০ এপ্রিল চট্টগ্রামে চায়ের প্রথম নিলাম

চা বাগানশ্রীমঙ্গলে দেশের আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে আগামী ২০ মে অনুষ্ঠিত হবে চায়ের নতুন মৌসুমের দ্বিতীয় নিলাম। প্রথম নিলাম হবে ৩০ এপ্রিল, চট্টগ্রামে।  শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক একথা জানিয়েছেন। 

শ্রীমঙ্গলের প্রকল্প উন্নয়ন ইউনিট সূত্র জানায়, নতুন অর্থবছরের চা মৌসুমে ৪৫টি নিলাম হবে। এর মধ্যে ৩৪টি চট্টগ্রামে এবং ১১টি শ্রীমঙ্গলে। 

বাংলাদেশ টি বোর্ডের আওতাধীন টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে,  আগে শুধু চট্টগ্রাম নিলাম কেন্দ্রেই চায়ের আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হতো। ২০১৮ সালের মে মাসে প্রথমবারের মতো চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র চালু হয়েছে শ্রীমঙ্গলে।
বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, সরকারি ছুটির কারণে কয়েকটি নিলাম পূর্বনির্ধারিত সময়ের পরে হবে।
এদিকে গত অর্থবছরে শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে প্রথম মৌসুমের ১০টি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামে সব মিলিয়ে চা বিক্রি হয়েছে প্রায় পৌনে দুই কোটি কেজি। চায়ের বিক্রি বাবদ আয় হয়েছে ৫২১ কোটি টাকা। শ্রীমঙ্গলে চায়ের নিলাম কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশে চায়ের এ দ্বিতীয় নিলাম কেন্দ্রটি প্রত্যাশা অনুযায়ী ভালো হয়েছে।
শ্রীমঙ্গল ফিনলে টি কোম্পানির ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম শিবলী বলেন, চা নিলাম কেন্দ্র চালু হওয়ার পর থেকে কোনও বেনিফিট পাচ্ছি না। কারণ শ্রীমঙ্গলে নিলাম হয় আর পরিবহনের মাধ্যমে চা পাতা চট্রগ্রাম ওয়্যারহাউজে পাঠাতে হচ্ছে। যদি ওয়্যারহাউজ শ্রীমঙ্গলে থাকতো তাহলে আমরা লাভবান হতাম। পরিবহন খরচ লাগতো না।
তবে স্থানীয় ব্যবসায়ী পপুলার টি হাউসের প্রোপ্রাইটর শহীদ আহমদ  জানান, নিলাম চালুর অল্প সময়ের মধ্যে শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র বেশ জমে উঠেছে।