তাহিরপুর সীমান্তে ভারতীয় মায়া হরিণ উদ্ধার

উদ্ধার করা মায়া হরিণটিসুনামগঞ্জের তাহিরপুরে বারেক টিলা এলাকা থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে হরিণটি তাহিরপুরে প্রবেশ করে। শনিবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা হরিণটি উদ্ধার করে।

লাউড়েরগড় গ্রামের পল্লী চিকিৎসক জামাল উদ্দিন বলেন, শনিবার সকালে হরিণটি সীমান্তের কাটাতাঁরের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় এলাকাবাসী কৌশলে হরিণটি ধরে ফেলে। পরে লাউড়েরগড় বিওপির সদস্যরা হরিণটি নিয়ে যায়।

লাউড়েরগড় বিওপি’র হাবিলদার হান্নান বলেন, তারা হরিণটি সুনামগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করবেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাকসুদুল আলম বলেন, হরিণ উদ্ধারের বিষয়টি আমরা হেড কোয়ার্টারে জানিয়েছি। অনুমতি পেলে চিড়িয়াখানা বা সাফারি পার্কে হস্তান্তর করবো। স্থানীয়দের কাছে হরিণটি ছাগল হরিণ নাম পরিচিত।