সিলেটে মা ও শিশু হাসপাতালকে জরিমানা

মা ও শিশু-হাসপাতালে অভিযানসিলেট নগরের সোবহানীঘাট এলাকার মা ও শিশু হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মা ও শিশু হাসপাতালকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ৫০ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান (গণমাধ্যম) জানান, মা ও শিশু হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার অধিদফতর বাজার তদারকি (অভিযান) করে।

আরও পড়ুন: 

রাজবাড়ীতে ১২ টাকার ইনজেকশন ৭০০ টাকা বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদের জন্য খান ব্রাদার্সকে জরিমানা

গোপালগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

হিমাগারে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টি রাখায় জরিমানা

সাভারে সাত মিষ্টি দোকানকে জরিমানা