আইনজীবী আবিদা হত্যায় ভাড়াটিয়া তানভির আটক

গ্রেফতার তানভিরমৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আবিদা সুলতানা (৩৫) নামে এক নারী আইনজীবীকে হত্যার অভিযোগে বাড়ির ভাড়াটিয়া তানভির আহমদকে (৩০) গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৭ মে) দুপুর দেড়টায় শ্রীমঙ্গল উপজেলার বরুণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানভির সিলেটের জকিগঞ্জ উপজেলার আমনদী গ্রামের মায়নুল ইসলামের ছেলে। তানভির বড়লেখা উপজেলার মাধবগুল জামে মসজিদের ইমাম ছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আব্দুস ছালেক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তানভিরকে গ্রেফতার করা হয়।

এর আগে, রবিবার (২৬ মে) রাতে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাবার বাড়ি থেকে আবিদা সুলতানার (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ওইদিন দুপুরের দিকে তাকে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় আবিদার বাবার বাড়ির ভাড়াটিয়া তানভির আহমদের মা ও স্ত্রীকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে তানভির পলাতক ছিলেন।

আরও পড়ুন: 
মৌলভীবাজারে নারী আইনজীবী খুন