এটুআইয়ের ডিজিটাল সেন্টার ই-কমার্স হাব হবে: পলক

বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক (ছবি– প্রতিনিধি)

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) ডিজিটাল সেন্টারগুলোকে ই-কমার্স হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২০ জুন) বিকালে সিলেট নগরের একটি কনভেনশন সেন্টারে সিলেট বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পলক বলেন, ‘মাত্র ৮ বছরে ডিজিটাল সেন্টার হয়ে উঠেছে ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ডিজিটাল সন্তানের স্বীকৃতি দিয়েছেন। ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার সুফল এখন দৃশ্যমান। এটি প্রতিষ্ঠার ফলে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ সব খাতেই তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করা হবে। এ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০০টি ডিজিটাল সেবা উন্মুক্ত করা হবে।’

সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এটুআইয়ের উপসচিব ও লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. পারভেজ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআইয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক পিএএ মো. মোস্তাফিজুর রহমান।