ত্রুটিপূর্ণ রেলপথ ও সেতু দ্রুত মেরামত করা হবে

সিলেট আখাউড়া রেলপথ পরিদর্শনে রেলওয়ের মহাব্যবস্থাপক ত্রুটিপূর্ণ রেলপথ ও সেতু দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক জিএম নাসির উদ্দিন। সোমবার (২২ জুলাই) সিলেট আখাউড়া রেল সেকশনের কুলাউড়ায় জংশন এলাকার রেলপথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কুলাউড়া জংশন এলাকায় জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনাস্থল ও বরমচাল রেল বড়ছড়া ব্রিজে উপবন ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি কুলাউড়ায় বারবার ট্রেন দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘মাত্র কয়েকদিন হয়েছে আমি রেলওয়ে পূর্বাঞ্চলের জোনের দায়িত্ব নিয়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট তদন্ত কমিটি ভালো বলতে পারবে। আমি শুধু সিলেট-আখাউড়ার রেলপথ পরিদর্শনে এসেছি। যেসব স্থানে রেলপথ ও সেতুতে ক্রটি রয়েছে তার তালিকা করে দ্রুত মেরামত করা হবে। ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘সিলেট আখাউড়া রেলপথটি নতুন করে ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প পাস হয়েছে। ছয় মাসের মধ্যে এই রুটের সবকটি আন্তঃনগর ট্রেন  বিদেশ থেকে আমদানি করা নতুন বগি সংযোজন করা হবে।’

জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুলাউড়ার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আশরাফুল আলম ও রেলপথের (সংকেত) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির পাটওয়ারীর কাছে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চান নাসির উদ্দিন। এসময় তিনি তাদের নির্দেশ দেন দ্রুত ক্ষতিগ্রস্ত রেল সিগন্যাল ও ক্রটিযুক্ত রেলপথ দ্রুত মেরামতের।