শ্রীমঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জয়নুল ইসলাম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার (১৩ অক্টোবর) ভোররাতে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার চা কন্যা নামক স্থানে এ ঘটনা  ঘটে।

জয়নুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকায়।

র‌্যাব-৯  শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল,এক রাউন্ড তাজা গুলি, দু’টি গুলির খোসা ও মোবাইল ফোন উদ্ধার করেছে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

ক্যাম্পের কমান্ডার এএসপি কামরুজ্জামান বলেন, দু’দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার ভোররাতে শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় অভিযান চালাতে গেলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য গুলি ছোড়ে। এসময় র‌্যাব গুলিতে জয়নাল ইসলাম নামে এক ডাকাত নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বাংলা ট্রিবিউনকে বলেন,শুনেছি বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি। মামলা  হলে বিস্তারিত জানা যাবে।