দেশের প্রতিটি মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে: পরিকল্পনামন্ত্রী





পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানযোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি মহাসড়ক চার লেনে উন্নীত করে মানুষের দুর্ভোগ লাঘব করা হবে।’ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার বিবিয়ানা ডিগ্রি কলেজ মাঠে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, আপনি হাওর এলাকার সন্তান, ওই এলাকার মানুষের সম্ভাবনা ও সমস্যার কথা ভালো জানেন। হাওরের মানুষজনের কল্যাণের কথা চিন্তা করে কাজ নিয়ে আসেন, আমি বড় বড় প্রকল্প দেবো।’ তিনি বলেন, ‘আমি শুধু সুনামগঞ্জের মন্ত্রী নই। সারা বাংলার মানুষের মন্ত্রী হিসেবে কাজ করতে চাই।’
এম এ মান্নান বলেন, ‘হাওর পাড়ের বিদ্যাপীঠ বিবিয়ানা ডিগ্রি কলেজটি শিক্ষার প্রসারে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এই কলেজটিকে জাতীয়করণের পাশাপাশি বহুতল একাডেমিক কাম ভবন নির্মাণ করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্ল্যাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম, শাল্লা উপজেলা চেয়ারম্যান মো. আল আমীন চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মো. মোশারফ মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়, বিবিয়ানা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার দাস ও মন্ত্রীর পিএস মো. আবুল হাসনাত প্রমুখ।