শ্রীমঙ্গলে নিপীড়ন বিরোধী কবিতা পাঠ

20200117_155852মৌলভীবাজারে নিপীড়ন বিরোধী এই সময়ের কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার হাসান ফকরী।

শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের ‘ভূঁইয়া’ বাড়িতে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা কমরেড আব্দুল মালিক।

অনুষ্ঠানের আয়োজক কবি জাবেদ ভূঁইয়া বলেন, ‘যুগের অনিবার্য আহ্বান এবং মানবিক প্রেরণা থেকেই এই আয়োজন। সবার সংহতি একান্ত কাম্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ কে শেরাম, সিলেট জেলা উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক। কবিতা পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজন সম্মানিত। অনুষ্ঠান পরিচালনা করেন জাবেদ ভূঁইয়া ও হাসান জামিল।

বিকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম।

পাঁচ পর্বের দিনব্যাপী আয়োজনে ছিল কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে এক বিবৃতিতে আবরার হত্যা, ঢাবি ছাত্রী ধর্ষণ, ডিজিটাল নিরাপত্তা আইন এর সমালোচনা করা হয়।