শ্রীমঙ্গলে পারাবত ট্রেনে ঢিল, শিশু আহত

 

মৌলভীবাজারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনে ছোড়া ঢিলে আফরিদা জাহান (২) নামের এক শিশু আহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি সাতগাঁও এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। সে সিলেট জিন্দাবাজার এলাকার মো. রাসেল আহমেদের মেয়ে।

শিশুটির বাবা রাসেল আহমেদ বলেন, ‘সকালে ঢাকা থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে পারাবত ট্রেনযোগে সিলেট যাচ্ছিলাম। পথে ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ভেতরে রেল লাইনের পাশ থেকে ঢিল ছুড়ে মারা হয়। ঢিলটি আমার বাচ্চার গায়ে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নিয়েছি।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডা.কাজী ফারজানা হক বলেন, ‘শিশুটির গায়ে কিছুটা আঘাত লেগেছে। তবে শিশুটি ডায়রিয়া আক্রান্ত থাকায় অসুস্থ হয়ে পড়ে। বমিও করেছে। তার মা হাসপাতালে নিয়ে এলে তাকে ভর্তি করা হয়। যেহেতু তাদের বাড়ি সিলেটে, তারা অনুরোধ করেছিল উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করার জন্য। আমরাতো সরাসরি সিলেটে রেফার করতে পারি না। তাই মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেছি।’

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। আহত শিশুর পরিবারের সঙ্গে কথা হয়েছে। যারা ট্রেনে ঢিল মারছে, তাদেরকে ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’