অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হবিগঞ্জহবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মদিনাতুল কোবরা জেরিন। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে জেরিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হবিগঞ্জ-লাখাই সড়ক অবরোধ করে। তিন ঘণ্টা বন্ধ থাকার পর দুপুরে পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
জেরিন স্থানীয় রিচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ধল গ্রামের আব্দুল মতিনের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ি থেকে স্কুলে কোচিংয়ের উদ্দেশে বের হয় জেরিন। সে একটি অটোরিকশায় বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাকে নামিয়ে দেওয়ার পর ওই অটোরিকশাটিই তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম নিহত স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি ঘটনার সাতে জড়িত চালককে গ্রেফতারের আশ্বাস দেন।