দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

01হবিগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় দুই অটোরিকশা (সিএনজি) চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, বাহুবলের পুটিজুরী থেকে ভোরে একটি অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোরিকশা চালক। পথিমধ্যে বাগানবাড়ী নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বাউরভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বাউরভাগ গ্রামের মোজাহিদুর রহমান (৩৫) ও পাবনা জেলার ইশ্বরদী গ্রামের আল আমিন (২৫)। আহতদের মধ্যে একজনকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান নামে এক জন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামে আরও একজন মারা যান। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো.কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।