সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক

করোনা ভাইরাস

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসককে শনাক্ত করা হয়েছে। তিনি নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
রবিবার (৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, নির্দেশ পেয়ে এক চিকিৎসককে হোম আইসোলেশনে রাখা হয়। এছাড়া আশপাশের প্রায় ১৫টি বাসা লকডাউন করা হয়। তিনি জানান, পুরো এলাকা লকডাউন করা এখনও হয়নি। তবে চিন্তাভাবনা চলছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, চিকিৎসকের হিস্ট্রি দেখে জানা যায় তিনি কোনও বিদেশির সঙ্গে দেখা করেছেন অথবা বিদেশি কেউ তার সঙ্গে দেখা করেছে। তার পুরো পরিবারকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার (৬ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা লকডাউন করা হবে।