দুই টাকায় ইফতার

দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হচ্ছেসুনামগঞ্জ শহরে শ্রমজীবী মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিশ্ব জন'। শুক্রবার (১ মে) দুপুর ২টায় শহরের পৌর কলেজের সামনে শতাধিক রিকশা-ভ্যানচালক এবং দিনমজুরের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার হিসেবে ভুনাখিচুড়ি, সিদ্ধডিম, ছানা, পিঁয়াজো, বেগুনি, খেজুর ও  সালাদ বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো সুনামগঞ্জ শহরেও নিম্ন আয়ের দিনমজুর, শ্রমজীবী মানুষেরা আয়-রোজগার করতে পারছেন না। রমজানে ইফতার সামগ্রী তৈরি ও কেনার সামর্থ্য তাদের নেই। এ জন্য 'বিশ্ব জন' এর উদ্যোগে পুরো রমজান মাস দুই টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আজ ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন— সংগঠনটির প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস,  সদস্য  আহমেদ ফাহিম,  মিথিলা ইসলাম মাহি,  রবিন আহমদ, চাদনী আক্তার,  শ্রাবণী চৌধুরী,  রাজিন চৌহান প্রমুখ।

ইফতার পাওয়া শ্রমজীবীরা জানান,  লকডাউনের কারণে তাদের আয় রোজগার নেই। ইফতার কিনতে পারেন না। দুই টাকার বিনিময়ে ইফতার পেয়ে তারা আনন্দিত।

সংগঠনের সভাপতি কর্ণ বাবু দাস বলেন, 'শ্রমজীবী মানুষের জন্য আমাদের এ আয়োজন রমজান মাসব্যাপী চলবে।'