সিলেটে কিবরিয়া হত্যাসহ ৩ মামলার চার্জ গঠন

আদালতে আসামিরাসাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যায় বিস্ফোরক মামলায় চার্জ গঠন করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয়েছে। আসামিদের উপস্থিতিতে এসব মামলার চার্জ গঠন করেন একই আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে আনা হয়। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজন এসব মামলায় আসামিদের তালিকায় রয়েছেন।

পিপি সরওয়ার আহমদ চৌধুরী বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য হয়নি। তবে ওই ঘটনায় বিস্ফোরক মামলার চার্জ গঠন ও সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয় আসামিদের উপস্থিতিতে। আলোচিত এসব মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর।’

তিনি আরও জানান, সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামি ১০ জন। কিবরিয়া হত্যা মামলার আসামি ২৮ জন। শাহ এ এম এস কিবরিয়া নিহতের ঘটনায় ২টি মামলার মধ্যে বিস্ফোরক ছোড়ার মামলায় চার্জ গঠন হলেও হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় চার্জ গঠন করা হয়নি।