স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রামের নিজ বাড়ির সামনে বাপ্পি মিয়ার ছোট ভাইয়ের কাছে একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চাইলে বাপ্পি বলছিলেন ‘এখন টাকা হাতে নেই একটু পরে দেবো’। এ কথা বলার পর হৃদয় হোসেন ও মো. জসিমের ছেলে মো. হাসান ধারালো ছুরি দিয়ে বাপ্পির পেটে আঘাত করে। তাৎক্ষণিক স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। তার লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।