মৌলভীবাজার মুক্ত হয়েছিল আজ






পতাকা উত্তোলন করছেন অতিথিরা ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরণপণ লড়াই করে পাকিস্তানি হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতাড়িত করে শত্রুমুক্ত করেছিল।
মুক্তিযোদ্ধাদের বহুমুখী লড়াই ও ভারত থেকে মুক্তিবাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেম্বর ভোরে মনু ব্রিজসহ বিভিন্ন স্থাপনা পাকবাহিনী ধ্বংস করে পালিয়ে যায়। এরপর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি যথাযথভাবে পালনের জন্য জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করে।
সকাল সাড়ে ১০টায় শহরের চাঁদনীঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়।