বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আলাই মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এরপর দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নুরুল হকসহ ১১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।