বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে জামান মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের আরও ৫ জন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামান মিয়া ওই গ্রামের গেদা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের জামান মিয়ার সঙ্গে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার জমিতে পানি সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসক দুলন দেব জানান, জামান মিয়ার বুকে বল্লমের আঘাত লেগেছে। এ কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি।’