বাবা-স্ত্রী-মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

দক্ষিণ সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে বাবা, স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুন করার ঘটনায় আলফু মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু।

পারিবারিক বিরোধের জেরে ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে আলফু মিয়া নিজবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা আলাউদ্দিন (৭০), স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে আফিফা বেগমকে (৯ মাস) খুন করে। ঘটনার পরপরই আলফু মিয়াকে রক্তমাখা দাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে নিহতের চাচাতো ভাই শাহজান দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনার সাত বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউল ইসলাম বলেন, ‘আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’ আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রমজান আলী।