বাস-প্রাইভেটকার সংঘর্ষ: আহত ২০

ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক রুজেল আহমদকে (৩৫) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহত প্রাইভেটকার চালক রুজেল ওসমানীনগর উপজেলার বাঘলপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট কারটির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীসহ ২০ জন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত বাসযাত্রীদের পরিচয় জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানা পুলিশের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত প্রাইভেটকার চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।