জাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে ভাসছে বাংলাদেশি যুবকের লাশ

সুনামগঞ্জের জাদুকাটা নদীতে ভাসমান এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগর সীমান্তের ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট অংশে পড়ে থাকা নিহত যুবকের নাম সাইদুর রহমান (২৫)।

জানা গেছে, সাইদুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়গোপ টিলাগাও গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কয়লা শ্রমিক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ সোমবার ভোর সকালে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে সীমান্ত নদী জাদুকাটার ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় কয়লা তুলতে যায়। পরে স্থানীয় লোকজন দুপুরে জানতে পারে ঘোমাঘাট এলাকায় জাদুকাটা নদীতে সাইদুরের লাশ ভাসছে।

স্থানীয়রা আরও জানান, সাইদুর রহমান আগে থেকেই গেলে মৃগী রোগে আক্রান্ত আক্রান্ত ছিল। তাদের ধারণা, জাদুকাটা নদীতে কয়লা তোলার সময় সাইদুর রহমানের মৃগী রোগ উঠলে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তছলিম এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারে জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।