১০৮০ টাকা মন দরে ধান সংগ্রহ শুরু

সরকারি পর্যায়ে বোরোধান সংগ্রহ কার্যক্রম ২০২১ শুরু হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কৃষকদের থেকে সরাসরি ২৭ টাকা কেজি বা এক হাজার ৮০ টাকা মন দরে ধান কেনা হচ্ছে।

সোমবার (৩ মে) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা খাদ্যগুদামে বোরো ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা শাকিল আহমেদ, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জসিম উদ্দিন, নবীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা অলক বৈষ্ণব প্রমুখ।

খাদ্যবিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের থেকে অভ্যন্তরীণ বোরোধান ২৭ টাকা কেজি বা এক হাজার ৮০ টাকা মন দরে উপজেলায় এক হাজার ৬৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম বলেন, কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের তালিকা যাচাই-বাছাই ও পরবর্তীতে লটারির মাধ্যমে কৃষকদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি দরে বোরো ধান কেনা শুরু হয়েছে। উক্ত সংগ্রহ কার্যক্রম ১৬ আগষ্ট ২০২১ পর্যন্ত চলবে।