X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৩ এপ্রিল ২০২৪, ১৫:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫:৩১

তীব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহে কৃষিশ্রমিকের সংকট চরমে পৌঁছেছে। গত কয়েক দিন ধরে আগাম জাতের ২৮ ও ৮৮ ধান পাক ধরায় কৃষকরা কাটা শুরু করেছেন। গরমের কারণে কৃষি শ্রমিকের অভাবে তারা ধান করে তুলতে পারছেন না।

ময়মনসিংহ সদরের পাগলা বাজার এলাকার কৃষক ইয়াকুব আলী জানান, তিনি চলতি বছর আগাম জাতের ২৮ ধান ২০ শতক জমিতে আবাদ করেছেন । ইতিমধ্যেই ধানের পাক ধরেছে। কিন্তু কৃষিশ্রমিকের সংকটের কারণে ধান কেটে ঘরে আনতে পারছেন না। শ্রমিক না পেয়ে তিনি নিজেই কিছু ধান কেটে মাড়াই করেছেন।

তিনি আরও জানান, আগে যেখানে ৫০০ থেকে ৬০০ টাকায় শ্রমিক পাওয়া যেত এখন তীব্র গরমের কারণে এখন ৮০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফলন কম হবে।

একই এলাকার কৃষক আরমান আলী জানান, তীব্র তাপপ্রবাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারেন না। ধান ক্ষেত এমনিতে গরম থাকে আর অতিরিক্ত গরমের কারণে কৃষকরা বেশি সময় ধরে কাজ করতে পারেন না। অনেক সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত কষ্টের কারণে তারা এখন আর মাঠে কাজ করতে চান না। শ্রমিকের অভাবে তাই চরম সংকটে পড়েছেন চাষিরা।

তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে

তিনি আরও জানান, অতিরিক্ত মজুরি দিয়েও ধান কাটার জন্য কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। 

কৃষিশ্রমিক আল আমিন জানান, তীব্র গরমের কারণে ধান ক্ষেতে বেশিক্ষণ কাজ করা যায় না। গরম বেশি হওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়। অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে শ্রমিকরা এখন অতিরিক্ত মজুরি পেয়েও কাজ করতে আগ্রহী নন।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর ময়মনসিংহ জেলায় দুই লাখ ৬৩ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৩৫ হাজার ৭৯০ মেট্রিক টন। 

কৃষি খামারবাড়ির উপ-পরিচালক নাসরিন আক্তার বানু জানান, আবহাওয়া ভালো থাকায় চলতি বছর বড় আবাদের ফলন ভালো হয়েছে। আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ শতাংশ ধান কর্তন করা হয়েছে। তবে তীব্র গরমের কারণে কৃষকরা কিছুটা শ্রমিক সংকটের মধ্যে পড়েছেন। গরমের কারণে শ্রমিকরা মাঠে কাজ করতে পারছেন না। গরম কিছুটা কমে এলেই শ্রমিকরা মাঠে কাজ করতে পারবেন এবং ধান কর্তনের অগ্রগতি হবে।

/এফআর/
সম্পর্কিত
আগাম বন্যায় তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন