গরুকে ঘাস খাওয়ানোর সময় আকস্মিক বজ্রপাত, কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রাঘাতে আব্দুল বারী (৫০) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নুতন নগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র আব্দুল বারী বাড়ির পাশে হাওরে গরুর পাল নিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। পরে গ্রামের গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছর আজ পর্যন্ত বজ্রাঘাতে জেলায় চারজনের মৃত্যু হয়েছে।