ট্রাকচাপায় শাবি ছাত্র নিহত

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী সাব্বির আহমেদ নিহত হয়েছেন। বুধবার (৫ মে) রাত সাড়ে ৯ টায় নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির আহমেদ  শাবির রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নড়াইলে হলেও তার পরিবার ঢাকার সাভারে বসবাস করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাব্বির ও শাবি’র ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী বুরহান সাদিক মোটরসাইকেলে আম্বরখানা থেকে ফিরছিলেন। সাব্বির মটরসাইকেল চালাচ্ছিলেন এবং বুরহান তার পেছনে বসা ছিলেন। সুবিদবাজার পয়েন্টে অতিক্রমকালে আম্বরখানার দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাব্বির আহমেদের মৃত্যু হয়। বুরহান গুরুতর আহত হন। পরে সাব্বির ও বুরহানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সাব্বিরকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলেই সাব্বির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় ঘটনায় জড়িতদের শাস্তির বিষয়ের জোর দাবি জানানোর পাশাপাশি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুইপাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।