কার্ভাডভ্যানের চাকা দেবে ফেরি চলাচল বন্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুরের রাণীগঞ্জ ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। একটি পণ্যবাহী কার্ভাডভ্যান সড়কে দেবে যাওয়ায় পাগলা জগন্নাথ পুর আউশকান্দি সড়কে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

ফেরির স্টাফ শরীফ মিয়া ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই থেকে চাল বোঝাই একটি কার্ভাডভ্যান ঢাকায় উদ্দেশে রওনা হয়। রানীগঞ্জ ঘাট থেকে ফেরিতে করে কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ে মূল সড়কে উঠছিল ভ্যানটি। এসময় কাঁচা সড়কে কার্ভাডভ্যানের সবকটি চাকা মাটিতে দেবে যায়। ফলে দুইপাড় থেকে ফেরিতে কোনও গাড়ি ওঠতে পারেনি। ঘণ্টাখানেক চেষ্টার পরও ভ্যানটি সরাতে না পারায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়।কাঁচা সড়কে কাভার্ডভ্যানের চাকা দেবে যায়

পরে অন্যান্য গাড়ির চালকরা বিকল্প রোড ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে চলে যান। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সড়কের দুই পাশে কোনও যানবাহন আটকা না থাকলেও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরির রাত্রিকালীন কর্তব্যরত ব্যবস্থাপক মো. জুয়েল মিয়া জানান, পণ্যবাহী ভ্যানটি সরাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, রাজধানী শহর ঢাকা ও পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে কম সময়ে যোগাযোগ করতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ফেরি ব্যবহার করে শত শত যানবাহন।