সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু ৪০৬

সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট ৪০৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক জানান, মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১০১ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬০ জন।

নতুন শনাক্ত ১০১ জনসহ সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১২ জন। এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত সিলেট বিভাগে মারা যাওয়া ৪০৬ জনের মধ্যে সিলেটের ৩২৮ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।