বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু সিলেট জেলায়

সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, একইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে আরও দুই জনের মৃত্যু হয়েছে। দুই জনই সিলেট জেলার বাসিন্দা। গত বছরের মার্চ থেকে এ বছরের ১৫ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ৩১ জনের মৃত্যু হয়।

এছাড়া বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৮ জন। এর মধ্যে ৫৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৫ জন।

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়। গেল ২৪ ঘণ্টায় সুস্থদের মধ্যে সিলেট জেলার ৭০ জন ও সুনামগঞ্জের ১৫ জন রয়েছেন।

এছাড়া গত একদিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটে ৯ জন ও সুনামগঞ্জে একজন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন।