ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা ফেরত পেলেন চিকিৎসক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মো. রেজাউল করিম নামে এক চিকিৎসককে স্বাস্থবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মওকুফ করা হয়েছে। তাকে জরিমানার ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। সোমবার (৫ জুলাই) রাতে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা চিকিৎসকের বাড়িতে গিয়ে এ টাকা ফেরত দিয়েছেন।

জরিমানার টাকা মওকুফ করার বিষয়টি নিশ্চিত করে ডা. রেজাউল করিম বলেন, ‘করোনা সংক্রমণের এ পরিস্থিতিতে আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবা দিচ্ছিলাম। চেম্বারে রোগীরা মাস্ক পরা ছিলেন, তারপরও জরিমানা করায় আমি মর্মাহত হয়েছি। তবে সোমবার জরিমানার অর্থ ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।’

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত চিকিৎসক আপিল করেছিলেন। তিনি একজন করোনাযোদ্ধাও। এ দুটি বিষয় বিবেচনায় তার জরিমানা মওকুফ করা হয়েছে।’

গত শনিবার স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ‘পপুলার ফিজিওথেরাপি’র স্বত্বাধিকারী ডা. রেজাউল করিমকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে চিকিৎসকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।