স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

হবিগঞ্জের মাধবপুরে পারভীন আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) ভোরে বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মাধবপুর থানা পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী তকদির হোসেন (৩৮) পলাতক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চান্দেরপাড় গ্রামের রেনু মিয়ার ছেলে তিনি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন পারভীন আক্তার। তাদের দুটি সন্তান রয়েছে। বিদেশ থাকা নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। আবারও বিদেশ যাওয়া নিয়ে দুজনের মধ্যে মঙ্গলবার (৬ জুলাই) রাতে কথা কাটাকাটি হয়।

স্থানীয়রা জানায়, গতরাতে খাওয়া শেষে পারভীন ঘুমিয়ে পড়েন। ভোরে অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করেন তকদির। এ সময় তাদের সন্তানরা চিৎকার করলে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে এসে পারভীনকে বিছানায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পর পরই পালিয়ে যান তকদির। 

স্বজনরা গুরুতর আহত পারভীনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পারভীনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর তার স্বামী তকদির হোসেন পালিয়ে গেছেন। পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।