সিলেটে রেকর্ড মৃত্যু 

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। এবার অতীতের রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরও ১৪ প্রাণ। সোমবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাজিয়া সুলতানা।

জানা যায়,  গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের তিন জন ও হবিগঞ্জর আরও একজন রয়েছেন। সেই সঙ্গে আরও ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এরমধ্যে সিলেটের ২০৮ জন, সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়। 

গত বছরের ১০ মার্চ থেকে এ বছরের ২৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটের ৫০১ জন, সুনামগঞ্জের ৪৭ জন, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের আরও ৫৩ জনের মৃত্যু হয়।