সিলেটে করোনায় প্রাণ গেলো আরও ৫ জনের

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনসহ সিলেট জেলায় পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৮ জনসহ সিলেটে মারা গেছেন ৯২০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২, মৌলভীবাজারের ৭২ ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯৭ জনের মধ্যে ওসমানী মেডিক্যালে ১৪ জনসহ ৪৮ জন সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ১২, মৌলভীবাজারের ২৫ ও হবিগঞ্জের ১২ জন। বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৬৯ জনে। তার মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৮৮, সুনামগঞ্জের ছয় হাজার ১৬৮, মৌলভীবাজারের সাত হাজার ৮৮২ ও হবিগঞ্জের ছয় হাজার ৫৩৫ জন।

মোট রোগীর মধ্যে ৪৫ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন।