অটোরিকশায় চড়ে সভায় এলেন ২ মন্ত্রী

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় অটোরিকশায় চড়ে আলোচনা সভায় যোগ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর থানার সামনে আওয়ামী লীগ কার্যালয় থেকে অটোরিকশায় চড়ে অনুষ্ঠানে আসেন তারা। অটোরিকশার পিছনের আসনে দুই মন্ত্রী এবং সামনের আসনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বসেছিলেন।

এর আগে বেলা ১১টায় স্পিড বোটে মধ্যনগর থানার সামনে আসেন তাজুল ইসলাম ও এম এ মান্নান। এ সময় মধ্যনগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে বাদযন্ত্র বাজানো হয়। পরে সেখানে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন দুই মন্ত্রী। সেখান থেকে বের হয়ে উপজেলাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অটোরিকশায় ওঠেন তারা।

মধ্যনগরবাসীর পক্ষ থেকে তাদেরকে বরণ করা হয়

মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, থানার সামনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে অটোরিকশায় করে সভাস্থলে আসেন দুই মন্ত্রী।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, দুই মন্ত্রীর আগমন উপলক্ষে পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।