ডেঙ্গুতে মারা গেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চারদলীয় জোট সরকারের আমলে মন্ত্রী ও জাতীয় সংদদের হুইপ হিসেবে দায়িত্বপালন করেছেন আছপিয়া। সততার সঙ্গে দায়িত্বপালন করায় সুনামগঞ্জের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, তার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি কখনও পূরণ হবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফজলুল হক দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জের বালুর মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।